Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য

বিদ্রোহীদের বিষয়ে সতর্ক করেছিল ইরান, শোনেননি বাশার আল-আসাদ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পিএম

বিদ্রোহীদের বিষয়ে সতর্ক করেছিল ইরান, শোনেননি বাশার আল-আসাদ

বাশার আল–আসাদ প্রায় দুই যুগ সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন

সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আগেই সতর্ক করেছিল ইরান। তবে তা কানে তোলেননি বাশার। এর পরিণতিতে ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাঁকে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবা এমন তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনার খবরে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাশারের পতনের ফলে মধ্যপ্রাচ্যে ইরানের যে ‘প্রতিরক্ষা অক্ষ’ রয়েছে, তার ভারসাম্য নষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন মোহাম্মদ বাগের গালিবা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়ে ইরানের ‘প্রতিরক্ষা অক্ষ’ গঠিত।

মোহাম্মদ বাগের গালিবা বলেন, ইরানের সতর্কবার্তা যদি বাশার শুনতেন, তাহলে আজ সিরিয়ায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা হতো না এবং জাতীয় সম্পদ ক্ষতির মুখে পড়ত না। ‘প্রতিরক্ষা অক্ষের’ বিষয়ে তিনি বলেন, যা–ই হোক না কেন, হিজবুল্লাহসহ পুরো ‘প্রতিরক্ষা অক্ষ’ আগের চেয়ে শক্তিশালী ও উজ্জীবিত হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, ‘দেশকে শোচনীয় অবস্থায় পড়তে দেখে সিরিয়ার জনগণের বোধোদয় হবে বলে আমরা আত্মবিশ্বাসী। দেশের সম্মান ফিরিয়ে আনার জন্য দেশপ্রেমিক তরুণেরা একটি পথ খুঁজে বের করবেন বলেও আমাদের বিশ্বাস রয়েছে।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন