ডোনাল্ড ট্রাম্প :: ফাইল ছবি
টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচন ও পরিকল্পনার সঙ্গে পরিচিত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে আগেই ট্রাম্পের বর্ষসেরা হওয়ার খবর জানিয়েছিল। এর মধ্যে আজ বৃহস্পতিবার তাঁর বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন। একই সঙ্গে আজ নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের শুরুর ঘণ্টা বাজানোর কথা ট্রাম্পের।
টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস পাঠকদের কাছে লেখা এক বার্তায় বলেন, ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন, এক প্রজন্মে দেখা মেলে এমন রাজনৈতিক পুনর্গঠন চালানো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য এ বছর ডোনাল্ড ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে।
টাইম ম্যাগাজিন এর আগেও ২০১৬ সালে একবার ট্রাম্পকে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল। এর আগে ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম। গত বছর এ খেতাব পেয়েছিলেন পপতারকা টেলর সুইফট।