Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাণিজ্য

বিশ্ববাজারে আজ তেলের দাম কমেছে

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

বিশ্ববাজারে আজ তেলের দাম কমেছে

জ্বালানি তেল

আজ মঙ্গলবার সকালে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। ফলে গতকাল সোমবার দাম যতটা বেড়েছিল, সেখান থেকে খুব একটা ক্ষতির মুখে পড়েননি তেল ব্যবসায়ীরা। বিষয়টি হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতন এবং চীন সরকারের নীতিগত প্রণোদনার অঙ্গীকারের কারণে গতকাল বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল।

আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্টক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে ৭২ দশমিক ০১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ডব্লিউটিআই ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে ৬৮ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। এর আগে গতকাল এই উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।

এএনজেড রিসার্চের এক নোটে বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা ও সিরিয়ায় সরকার পতনের কারণে তেলের মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। আসাদ সরকারের পতনের পাশাপাশি আরেকটি কারণে গতকাল তেলের মূল্যবৃদ্ধি ঘটে। সেটা হলো, চীন সরকার অর্থনীতিতে গতি আনতে মুদ্রানীতিতে আরও শিথিলতা আনবে, এমন ইঙ্গিত দিয়েছে। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ফলে চীনের মতো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হলে তেলের চাহিদা বাড়বে, সেই আশাবাদ থেকে তেলের দাম বেড়েছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন