Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম সরকার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম সরকার

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছবি : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের হোটেল, রেস্তোঁরা ও সার্বজনীন স্থানে প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন,‘আমরা রেস্তোঁরা, হোটেল ও সার্বজনীন স্থানগুলোতে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শর্মা জানিয়েছেন, দেশটিতে গরুর মাংস খাওয়ার বিষয়ে বর্তমান আইনটি শক্তিশালী। তবে, রেস্তোঁরা, হোটেল, ধর্মীয় বা সামাজিক জমায়েতে গরুর মাংস খাওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা ছিল না। শর্মা এ প্রসঙ্গে বলেছেন,‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামের কোনও রেস্তোঁরা বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না। এছাড়া  কোনো সার্বজনীন অনুষ্ঠান বা সার্বজনীন স্থানেও গরুর মাংস পরিবেশন করা হবে না। তাই আজকে থেকে আমরা হোটেল, রেস্তোঁরা ও সার্বজনীন স্থানগুলোতে গরুর মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানিয়েছেন, এর আগে তারা মন্দিরের সামনে গরুর মাংস খাওয়া বন্ধ করেছিলেন। কিন্তু এবার পুরো রাজ্যে তা বন্ধ করেছেন। এখন কেউ কোনো সামাজিক জায়গা, সার্বজনীন স্থান, হোটেল বা রেস্তোঁরায়ও গরুর মাংস খেতে পারবে না। 

এদিকে, আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে লিখেছেন, কংগ্রেসের হয় গরুর মাংসে নিষেধাজ্ঞাকে স্বাগত জানানো উচিত নয়তো পাকিস্তানে চলে যাওয়া উচিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন