ব্রেকিং |
ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে বসে আছেন ফিলিস্তিনিরা। রবিবার (১ ডিসেম্বর) গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত থেকে তোলা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসিরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার (১ ডিসেম্বর) গাজার চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে কায়রো। এর মধ্যেই গাজা জুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারা গাজার উত্তরাঞ্চলের বাড়িঘর উড়িয়ে দিয়েছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু নিহত হয়েছে। অবরুদ্ধ উপত্যকাটির মিসর সীমান্তের কাছে রাফায় বিমান হামলায় নিহত হয়েছেন আরও চার ফিলিস্তিনি।