Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

কলকাতার জেএন রায় হাসপাতাল।

কলকাতার জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে কথিত হিন্দু বিরোধী সহিংসতা এবং বাংলাদেশি নাগরিকদের দ্বারা ভারতীয় পতাকার অবমাননার অভিযোগের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, হাসপাতালের আধিকারিক শুভ্রাংশু ভক্ত। তিনি বলেন, ‘আমরা একটি প্রজ্ঞাপন জারি করেছি । আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের প্রতি তারা যে অপমান দেখিয়েছে মূলত তার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যন্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন