ইসলামাবাদ রণক্ষেত্র, সমাবেশস্থলে ইমরানের সমর্থকেরা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
ইসলামাবাদ রণক্ষেত্র, সমাবেশস্থলে ইমরানের সমর্থকেরা।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভে’ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও বাধার মধ্যেই সমাবেশস্থল ইসলামাবাদের ডি চক এলাকায় জড়ো হয়েছেন বিক্ষুব্ধরা।
আজ মঙ্গলবারের ওই কর্মসূচি ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে সকাল থেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের ঠেকাতে ইসলামাবাদের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আটকে রাখা হয়েছে ডি–চকের প্রবেশপথ। তবে এসবের পরও বিক্ষোভ থামানো যাচ্ছে না।
জিওনিউজ জানিয়েছে, সকালে ইসলামাবাদ অভিমুখে গাড়ি বহর নিয়ে রওনা দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ডি চক এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁদের।
পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপরও রাস্তা থেকে সরানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য।