ব্রেকিং |
দুই দিনের জন্য গাজার হাসপাতালের সেবা বন্ধ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
লেবাননের বৈরুত শহরের দক্ষিণে শহরতলি এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র বিধ্বস্ত হয়ে পড়ে। শুক্রবার (২২ নভেম্বর) লেবাননের রাজধানী বৈরুত থেকে তোলা। ছবি : সংগৃহীত
উত্তর গাজার এক হাসপাতালের প্রবেশপথে শুক্রবার (২২ নভেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী হামলা করে। এ হামলার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী দুই দিন সব হাসপাতালের কার্যক্রম স্থগিত রেখেছে।
গাজার ফিল্ড হাসপাতালের ডিরেক্টর মারওয়াল আল হামস জানান, জরুরি এই সময়ে আমরা সব হাসপাতালকে সতর্ক করে দিয়েছি। জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ৪৮ ঘণ্টা সব হাসপাতাল বন্ধ রাখা হবে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী আরও ৭১ জনকে হত্যা ও ১৭৬ জনকে আহত করেছে। এর ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৬-তে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছে ১ লাখ ৪ হাজার ২৬৮ জন। এ ছাড়া সর্বশেষ হামলার পর অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে বিবৃতিতে বলা হয়েছে।
সংঘাতের মাঝেই ফিলিস্তিনিদের জন্য কিছুটা আশার বাণী মিলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ খবরে আশার আলো দেখছে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। এদেরই একজন আনাস আল-রামলাওয়ি। গাজা উপত্যকার নাসেরপাড়ার এ বাসিন্দা ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিজের বাড়ি হারিয়েছেন।