ব্রেকিং |
ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ নবজাতক নিহত
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:১০ পিএম
শোকে মুহ্যমান নবজাতকদের পরিবার।
ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ নবজাতক নিহত হয়েছে।
আরও ১৬ শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটির সময় ওই হাসপাতালের এনআইসিইউ এ ৫৪টি নবজাতক ভর্তি ছিল। আগুন লাগার পরপরই হাসপাতালের কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন। তারা ৪৪টি নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন। একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাত নবজাতকের পরিচয় পাওয়া গিয়েছে। বাকি তিন নবজাতকের পরিচয় জানতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে।
আজ সকালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সুধা সিং জানিয়েছেন, আহত ১৬ শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চলছে। তাদের জন্য সব চিকিৎসকের পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সুবিধারও ব্যবস্থা করা হয়েছে।
সরকার হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে সন্তান হরানো এক নারী জানিয়েছেন, এ দুর্ঘটনার পর তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তীতে তাকে জানানো হয়, শিশুটি মারা গেছে।
হাসপাতালের ফায়ার অ্যালার্ম কাজ করেনি বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে জরুরি ব্যবস্থা রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা পাঠক আরও জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে হাসপাতালের অগ্নি নিরাপত্তা নিরীক্ষা করা হয়েছে। তারপরে জুন মাসে একটি মক ফায়ার ড্রিল করা হয়েছে।
আগুন কীভাবে লেগেছে সে প্রসঙ্গে তিনি বলেছেন,‘ কীভাবে ও কেন এটি ঘটলো, তদন্তের প্রতিবেদন আসলে আমরা সে সম্পর্কে কিছু বলতে পারবো।’ তিনটি স্তরে এ তদন্ত হবে। স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি করে তদন্ত করা হবে।
সূত্র : এনডিটিভি