লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ছয় ইসরায়েলি সেনা নিহত
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ বিষয়ে নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করার সময় ইসরায়েলি সেনারা নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে গোলানি ব্রিগেডের পদাতিক ব্যাটালিয়ন ৫১-এর সদস্য বলে শনাক্ত করা হয়েছে। ষষ্ঠ সেনার পরিচয় গোপন রাখা হয়েছে।
ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে গোলাবর্ষণের পর সেখানে অবস্থানরত অবশিষ্ট হিজবুল্লাহ যোদ্ধাদের খোঁজে ইসরায়েলি সেনারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সে সময় একটি ভবনের ভেতরে অবস্থানরত হিজবুল্লাহর যোদ্ধারা তাদরে ওপর আতর্কিত হামলা চালায়। তারা খুব কাছ থেকে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়।
৩০ সেপ্টেম্বর লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। তখন থেকে এ পর্যন্ত লেবাননের মাটিতে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে অন্তত ৪৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
সূত্র : সিনহুয়া, এনডিটিভি