ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০, কারফিউ জারি
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
ভারতের মণিপুরের জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১০ সন্দেহভাজন কুকি বিদ্রোহী নিহত হয়েছেন। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, এ বন্দুকযুদ্ধে আসামের সীমান্তবর্তী জেলায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আসামের শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
তাছাড়া জিরিবামের একটি বাড়ির ভিতর থেকে দুইজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন বিদ্রোহীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। যার ফলে তারা মারা গেছেন।
সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামে একটি পুলিশ থানার দুই দিক ঘেরাও করে ব্যাপক হামলা চালানো শুরু করার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ থানার পাশেই অভ্যন্তরীণভাব বাস্তুচ্যুতদের জন্য একটি ত্রাণ শিবির রয়েছে। হামলাকারীরা হয়তো ওই ত্রাণ শিবিরেও হামলা করতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।