মধ্যপ্রাচ্য
সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৯ পিএম
ফাইল ছবি: সেন্টকম
সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ায় ইরান–সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে সেন্টকম। সেন্টকম বলেছে, তারা সিরিয়ার দুই জায়গায় ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কয়েকটি হামলার জবাবে দেশটিতে অবস্থিত ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা করা হয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা করা হয়েছে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।
সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছেন। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।