Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন ২০২৪

আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প

ছবি: নিউইয়র্ক টাইমসের সৌজন্যে

দোদুল্যমান উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। ইউসকনসিনে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট। এ জয়ের ফলে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন ট্রাম্প। এর ফলে চারবছর পরে আবার নির্বাচনে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী। কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের লেকটোরাল কলেজ ভোট ২৭৭টি। 

ফক্স নিউজে ট্রাম্পকে বিজয়ী ঘোষণা দেওয়ার পর ট্রাম্প ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণ রাখেন। ট্রাম্পের সঙ্গে তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা মঞ্চে উপস্থিত হন। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন।

বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেছেন,‘একদিন আপনারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবেন। আর এই দিনটিকে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।’

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের কাছ থেকে তার দলের হাতে যাওয়ার বিষয়ে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকা আমাদের একটি নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’ ভাষণের সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। আর তাকে ‘ফার্স্ট লেডি’ বলে অভিহিত করে তার বইয়ের প্রশংসা করেন।তিনি জানান মেলানিয়ার বইটি তার দেশের এক নম্বর বেস্ট সেলার বই। ট্রাম্প বলেন, ‘তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।’ এছাড়া তিনি ধনকুবের ইলন মাস্কেরও প্রশংসা করেছেন তার ভাষণে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন