মার্কিন নির্বাচনে ভূমিকা রাখবে জেন-জি ভোটাররা
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:১১ এএম
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেন-জি ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যোগ্য প্রার্থী নির্বাচনে কোন দলকে নয় বরং
জনগণের সমস্যা সমাধানে যার নীতি বেশি গ্রহণযোগ্য তাকে বেঁছে নেবেন বলে
জানায় তরুণ ভোটাররা। তাদের কাছে অর্থনীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বেকারত্ব ও গর্ভপাত ইস্যু বেশি গুরুত্ব রাখছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার অনেক তরুণ ভোটার অংশ নিচ্ছেন। দেশটির সরকারি তথ্যমতে, এবছর প্রায় ৮০ লাখ নতুন ভোটার রয়েছে। আর ১৮ থেকে ২৭ বছর বয়সী জেন-জি ভোটার সংখ্যা প্রায় ৪ কোটি ১০ লাখ।
তাই নতুন প্রেসিডেন্ট বাঁছাইয়ের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস, দুজনেই নানা ধরনের চমকপ্রদ প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের সর্মথন আদায়ের চেষ্টা করছেন।
তবে, জেন-জি ভোটাররা বলছেন, যোগ্য প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও গর্ভপাতের অধিকারের মতো ইস্যুগুলোকে গুরুত্ব দেবেন তারা।
এমনই এক জেন জি ভোটার বলেন, ‘অন্য যেকোন কিছুর তুলনায় অর্থনৈতিক ভবিষ্যত নিয়ে বেশি উদ্বিগ্ন। তাই যার ভালো অর্থনৈতিক পরিকল্পনা থাকবে তাকেই ভোট দেব।’
আরেক নারী ভোটার বলেন, ‘আমি চাই যিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন, গর্ভপাত ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে অভিন্ন হোক। এটি স্বাধীন দেশ, তাই নিজের সঙ্গে কি করবে তা নির্ধারনের অধিকার প্রত্যেকের আছে।’
মার্কিন নাগরিকদের সমস্যাগুলো মোকাবিলায় ট্রাম্প ও কমলার পরিকল্পনাগুলো ভেবে দেখছেন বলে জানায় জেন-জি ভোটাররা। এদের কেউ ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে সমর্থন করছেন। আবার কেউ নারীদের পক্ষে কমলার অবস্থানকে সমর্থন করছেন।
এছাড়া
বাইডেন সরকারের আমলে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে যাওয়ায় এবং
দ্রব্যমূল্য ও বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ অনেক ভোটার।