Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ ফিলিস্তিনি নিহত

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:০৭ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় সোমবার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে আজ ইসরায়েলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয় বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে লাইভ প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় উত্তর গাজার বেইত লাহিয়া শহরের দুটি বাড়িতে সাতজন ও নুসেইরাত আশ্রয় শিবিরের একটি বাড়িতে অন্য তিনজন নিহত হয়। এসব হামলায় আরও সাতজন আহত হয়েছে। তাছাড়া আজ সকাল থেকেই নুসেইরাত আশ্রয় শিবিরের উত্তর–পূর্বদিকে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিয়েছে। 

জাবালিয়া, বেইত হানৌন ও বেইত লাহিয়া শহরে গত ৫ অক্টোবর ইসরায়েলি ট্যাংক মোতায়েন করা হয়। হামাস নির্মূলে ট্যাংক মোতায়েনের দাবি করে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ফিলিস্তিনিরা বলছে, নতুন আকাশ ও স্থল অভিযান এবং জোরপূর্বক উচ্ছেদের উদ্দেশ্য ‘জাতিগত নির্মূল’। যার লক্ষ্য উত্তর গাজার দুটি শহর ও একটি শরণার্থী শিবিরের সব লোক সরিয়ে বাফার জোন তৈরি করা। ইসরায়েল এটি অস্বীকার করে বলেছে, তারা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।

গাজার সরকারি মিডিয়া জানিয়েছে গত ৫ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১,৮০০ বলে জানিয়েছে। একই সময়ে সেখানে আরও ৪ হাজার আহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৩৭৪ জন নিহত ও ১ লাখ দুই হাজার ২৬১ জন আহত হয়েছে। এর মধ্যে ৩৩ ফিলিস্তিনি নিহত ও ১৫৬ জন আহত হয় সর্বশেষ ২৪ ঘণ্টায়। সর্বশেষ বিমান হামলার ফলে নিহতদের এ সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৩৮৪ জনে। আর আহতের সংখ্যা ১ লাখ দুই হাজার ২৬৮ জন। 

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত এক বছরের নির্বিচার হামলায় গাজায় নিহতের ৪৩ হাজারের বেশি  নিহত ও এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন