Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২০

Icon

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২০

গাজা উপত্যকা ও লেবাননে একই দিনে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২২০ জন। এরমধ্যে গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি। যার মধ্যে কেবল উত্তর গাজাতেই নিহত হয়েছেন ১৩২ জন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে।  

ইসরাইলি বিমান হামলায় উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আর লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় মঙ্গলবার ৭৭ জনের মৃত্যু হয়েছে। ইসরাইলি বাহিনীর এক বছরের বেশি সময় ধরে লাগাতার হামলায় গাজা উপত্যকা এরই মধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ অবস্থায় ফিলিস্তিনিদের অনেকেই এখন আশ্রয় নিচ্ছেন কবরস্থানে। তাদের একজন বলেন, কোথাও জায়গা না পেয়ে কবরস্থানে তাবু টানিয়েছি। কবরস্থানে রাতের অন্ধকারে বাচ্চারা ভীষণ ভয় পায়। 

মঙ্গলবারও গাজাজুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এসব হামলায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৩২ জন উত্তর গাজায় নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েল বিমান হামলা চালালে ১৩২ ফিলিস্তিনি নিহত হন।

নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। আহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ কয়েক ডজন মানুষ। তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণ করা হচ্ছে। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন