একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফাইল ছবি: এএফপি
নিজে একজন ‘নাৎসি’ নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে তাঁর একজন সাবেক চিফ অব স্টাফের তরফে ফ্যাসিবাদী বলা ও প্রতিপক্ষ (কমলা হ্যারিস) শিবির থেকে স্বেচ্ছাচারী আখ্যা দেওয়ার অভিযোগ খণ্ডন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এক সপ্তাহের কম সময় আগে এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের কমলা হ্যারিস। তবে এরই মধ্যে, বেশির ভাগ রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।
জনমত জরিপের আভাস অনুযায়ী, আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই দুই প্রার্থীর মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। গতকাল সোমবার ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় দুটি নির্বাচনী সমাবেশ করেন। সেখানে সমর্থকদের তিনি বলেন, সমালোচকেরা তাঁকে আধুনিক সময়ের ‘হিটলার’ বলেন। আটলান্টায় হইচইপূর্ণ সমাবেশে এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘কমলা ও তাঁর প্রচারশিবির এখন নতুন করে একটি কথা বলতে শুরু করেছে, যিনিই তাঁকে (কমলাকে) ভোট দেবেন না, তিনিই নাৎসি। আমি নাৎসি নই। আমি নাৎসির বিপক্ষে।’
সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একসময়ের চিফ অব স্টাফ জন কেলি। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের আচরণ একজন ফ্যাসিবাদের সংজ্ঞার সঙ্গে পুরোপুরি মিলে যায়। কেলি সবচেয়ে দীর্ঘ সময় ট্রাম্পের চিফ অব স্টাফ ছিলেন।