Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৮৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৮৭

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বেইত লাহায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৮৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে এবং রাস্তায় পড়ে আছে আরও মানুষ। তাদের কাছে পৌঁছতে পারছে না অ্যাম্বুলেন্স। হামাস-পরিচালিত কর্তৃপক্ষ গতরাতে বলেছিল, বোমা হামলায় ৭৩ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর ইসরায়েল গাজায় আরও জোর হামলা চালাচ্ছে। হামাসের হাতে জিম্মি বন্দিরা ঘরে না ফেরা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

কর্মকর্তা, কূটনীতিক এবং অন্যান্য সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন কাছিয়ে আসছে। এই সময় ইসরায়েল তাদের সীমান্তের সুরক্ষায় এবং হামাস যাতে পুনরায় সংগঠিত হতে না পারে তা নিশ্চিত করতে সামরিক অভিযান জোরদার করেছে।

শনিবার ইসরায়েলের বিমান দক্ষিণ গাজায় সিনওয়ারের ছবি এবং বার্তা লেখা লিফলেট ছড়ায়। তাতে লেখা ছিল হামাস আর গাজা শাসন করবে না। এরপরই শনিবার দিনশেষে উত্তর গাজার বেইত লাহিয়ায় বহুতল একটি ভবনে ইসরায়েল বিমান হামলা চালালে হতাহতের ঘটে বলে জানিয়েছে চিকিৎসাকর্মীরা এবং হামাস।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন