Logo
Logo
×

আন্তর্জাতিক

জার্মানির সর্বোচ্চ সম্মাননা পেলেন বাইডেন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম

জার্মানির সর্বোচ্চ সম্মাননা পেলেন বাইডেন

জো বাইডেনকে সর্বোচ্চ বেসামরিক পদক ‘বুন্ডেজফারডিনস্টঅরডেন্স’ ‍ক্রুয়েজ পরিয়ে দেন জার্মান প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার। ছবি: এপি

মিত্র দেশ জার্মানিতে মার্কিন প্রসিডেন্ট হিসেবে শেষ বারের মতো ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর করেন জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে বহনকারী বিমান অবতরণ করে বার্লিনের বিমানবন্দরে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নেয়া হয় হোটেলে।

মাত্র ২৪ ঘণ্টার সফরের সূচি অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় সকালে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার বাসভবন বেলভিউ প্যালেসে যান বাইডেন। সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার।

প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় শেষে জো বাইডেন যোগ দেন প্রেস কনফারেন্সে। সেখানে যুক্তরাষ্ট্র ও জার্মানির বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাইডেনকে সর্বোচ্চ বেসামরিক পদক ‘বুন্ডেজফারডিনস্টঅরডেন্স’ ‍ক্রুয়েজ পরিয়ে দেন জার্মান প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার। এ সময় তাকে `গণতন্ত্রের আলোকবর্তিকা' আখ্যা দেন জার্মান প্রেসিডেন্ট।

জার্মান চ্যান্সেলরের কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটোর ভূমিকা, ইসরাইল ফিলিস্তিনের চলমান সংকট নিরসন, জি-সেভেনসহ আঞ্চলিক ও ট্রান্স আটলান্টিক নানা বিষয় ছিল আলোচনার টেবিলে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন