Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্বেগ

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম

লেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্বেগ

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতে দক্ষিণ লেবাননে জাতিসংঘের বেশ কয়েকটি শান্তিরক্ষা মিশনের স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে উদ্বেগ জানান পরিষদের সদস্যরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষকে লেবাননে থাকা ইউনিফিল নামের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কর্মীদের এবং তাঁরা যে যায়গায় থাকেন তার চারপাশের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

এর আগে স্থানীয় সময় রোববার ভোরে দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর একটি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ভেতরে ঢুকে পড়ে। এ সময় শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শান্তিরক্ষী কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।  

সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বিরুদ্ধে ইসরায়েলি হামলার সবশেষ অভিযোগ এটি। লেবাননে শান্তিরক্ষা মিশন ইউনিফিল নামে পরিচিত।

রোববার লেবাননের দক্ষিণে মেতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীদের সরিয়ে নিতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই আহ্বানের পরই ইউনিফিলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন