সিডনিতে ব্যস্ত শপিং মলে ছুরিকাঘাতে ৫ জনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৮ পিএম
অস্ট্রেলিয়ার সিডনিতে শপিং সেন্টার
অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ব্যস্ত শপিং সেন্টারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচজন নিহত হয়েছে। হামলায় আহত এক শিশুসহ আটজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ‘জড়িত’ ব্যক্তিকে হত্যা করা হয়েছে গুলি করে।
একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) বিকালে ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলটিতে যায়।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানিয়েছেন, হামলাকারী ওই ব্যক্তি তার দিকে ছুরি উঁচিয়েছিল এবং তিনি তার আগ্নেয়াত্রটি ছেড়ে দিয়েছিলেন। এলোপাতাড়ি ছুরি চালানো ব্যক্তিটি এখন মৃত।
হামলার মোটিভ বা ব্যক্তিকে শনাক্ত করা যায় এমন কোন তথ্য পুলিশ দেয়নি। তবে কুক জানিয়েছেন, তারা কোন ছাড় দিচ্ছে না। ওই এলাকায় এড়িয়ে যেতে সতর্ক করে পুলিশ বলছে, ঘটনাটি শেষ হয়েছে। হতহতদের নাম পরিচয় এমনকি তাদের লিঙ্গ পরিচয়ও প্রকাশ করা হয়নি।দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, তাকে বন্ডি জংশনের ‘বিধ্বংসী ঘটনা’ সম্পর্কে অবহিত করা হয়েছে।
সামাজিকমাধ্যমে এক্সে তিনি লেখেন, দুঃখজনকভাবে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। তবে সব অস্ট্রেলিয়ানদের প্রথম চিন্তা যারা ক্ষতিগ্রস্ত এবং তাদের প্রিয়জনদের নিয়ে। অস্ট্রেলিয়ায় এ ধরনের গণ হামলার ঘটনা বিরল। সবশেষ ২০১৯ সালে ডারউনে গুলি করে চারজনকে হত্যা করা হয় এবং একজন আহত হন।