Logo
Logo
×

আন্তর্জাতিক

আল-কুদস দিবসে দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম

আল-কুদস দিবসে দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ

ইসরায়েলবিরোধী স্লোগান ধরেছেন বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষেরা। মার্কিন দূতাবাসের সামনে, ইন্দোনেশিয়ার জাকার্তায় ছবি: এপি

প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল-কুদস দিবস পালন করা হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এ দিবস পালনের সূত্রপাত।

গতকাল শুক্রবার বার্ষিক এ দিবস পালন করেছেন বিশ্ববাসী। এ বছর দিনটিতে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরাকসহ অনেক দেশে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেন। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন দেন বিক্ষোভকারীরা। ইরানের তেহরানে
বিক্ষোভ মিছিলে আঙুল উঁচিয়ে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান এক ফিলিস্তিনি নারী। বুর্জ আল-বারাজনেহ ফিলিস্তিনি শরণার্থীশিবির, লেবাননের বৈরুত



ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন