ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন ব্রিটিশ রাজবধূ কেট
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১২:১৯ এএম
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ছবি: রয়টার্স
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার তিনি নিজেই এ খবর জানিয়েছে এক ভিডিও বার্তায় বলেন, ‘কয়েক মাস আগে অবিশ্বাস্যভাবে একটি ধাক্কা খেয়েছি। আমার ক্যানসার ধরা পড়েছে। তবে আমি ভালো আছি এবং চিকিৎসা নিচ্ছি। প্রতিদিন আগের তুলনায় শক্তিশালী হচ্ছি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যানসারের খবর প্রকাশ করলেও কোন ধরনের ক্যানসারে আক্রান্ত তার বিস্তারিত কিছু বলেননি কেট। তবে রাজবধূর বাসভবন কেনসিংটন প্যালেস থেকে বলা হয়েছে, তাঁর ক্যানসার পুরোপুরি নির্মূল হবে বলে আশা করা হচ্ছে।
গত জানুয়ারিতে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন কেট। তখন রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়, কেটের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে এবং অস্ত্রোপচারটি সফল হয়েছে। তবে সে সময়ে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে রাজপরিবার কিছু জানায়নি।
গতকালের ভিডিও বার্তায় কেট বলেন, ‘ওই অপারেশনের পর পরীক্ষা–নিরীক্ষায় ক্যানসার ধরা পড়েছে। এরপর আমার মেডিকেল টিম আমাকে চিকিৎসা হিসেবে কেমোথেরাপি গ্রহণের পরামর্শ দেয়। এখন আমি প্রাথমিক পর্যায়ের কেমোথেরাপি গ্রহণ করছি।’
রাজপরিবার জানিয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে কেটের কেমোথেরাপি চিকিৎসা শুরু হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত এবং কোন প্রক্রিয়ায় চিকিৎসা চলছে, সেসব ব্যাপারে কিছুই জানানো হবে না।
৪২ বছর বয়সী কেট ভিডিও বার্তায় বলেন, ‘যারা এই রোগে আক্রান্ত তাদের বলি, কখনোই আশা হারাবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি একা নন।’
এদিকে ব্রিটিশ রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। গত জানুয়ারিতে কেট ও রাজা চার্লস একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৭৫ বছর বয়সী চার্লস প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেটের ক্যানসারের খবর শুনে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান রাজবধূর সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
কেট বলেন, ‘খবরটি আমাদের পরিবারের জন্য বড় ধরনের ধাক্কা ছিল। তবে আমি এ উইলিয়াম সবকিছু সামলে ওঠার চেষ্টা করছি।’