তুরস্কের একটি নৈশক্লাবে আজ মঙ্গলবার দুপুরে আগুনে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। ইস্তাম্বুল শহরের বহুতল একটি ভবনের বেজমেন্টে ছিল ক্লাবটি। ক্লাবটির নাম দ্য মাসকারেদ। ক্লাবটিতে সংস্কারকাজ চলছিল, তাই এটি বন্ধ ছিল।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত জে ওয়ান গণমাধ্যমকে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সংস্কারকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মী। বিকেল নাগাদ হতাহতের সংখ্যা বাড়ছিল। শহরের গ্যারেটেপে জেলায় একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে দুটি তলাজুড়ে ছিল ক্লাবটি।
ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরেম ইমামোগলু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে একটি পোস্ট দেন।
সেখানে তিনি বলেন, ‘যাঁরা মারা গেছেন, আল্লাহ নিশ্চয় তাঁদের ক্ষমা করবেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ দুর্ঘটনার বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়ার সঙ্গে ফোনে কথা বলেছেন।