Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে এবার বরখাস্ত করলেন ট্রাম্প

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে এবার বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় তিনি এ পদক্ষেপ নিলেন।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এ তথ্য জানিয়েছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি।

উল্লেখ্য, ফাগানকে সরিয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি তাঁর পূর্বসূরির নিয়োগ দেওয়া এ চার কর্মকর্তা বরখাস্ত করেন।

নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রথম পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন। একই পোস্টে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকিও দিয়েছেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন