Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল

লেবাননে ইসরায়েলের বিমান হামলা যুদ্ধবিরতিকে আরও নড়বড়ে করে তুলেছে ফাইল ছবি: রয়টার্স

লেবাননে গতকাল রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়ে বলেছে, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই লক্ষ্যবস্তুর মধ্যে সিরিয়া সীমান্ত বরাবর চোরাচালানের পথও আছে।

লেবাননের ইরানপন্থী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি গত ২৭ নভেম্বর কার্যকর হয়। ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে আরও নড়বড়ে করে তুলল ইসরায়েলের গতকালের বিমান হামলা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন