Logo
Logo
×

আন্তর্জাতিক

দাবানলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু বেড়ে ১১, আরও প্রাণহানির আশঙ্কা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

দাবানলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু বেড়ে ১১, আরও প্রাণহানির আশঙ্কা

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অগ্নিনির্বাপকরা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকের বরাতে দাবানলে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল) ১১ জনের প্রাণহানির খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

এ দাবানলে আরও প্রাণহানির আশঙ্কার কথা বলা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের এ দাবানলকে ‌‘যুদ্ধের মতো অবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন।  এরই মধ্যে মৃতের সংখ্যা ‘বাড়তে পারে’ বলে স্থানীয়দের সতর্ক করে দেওয়া হয়েছে।  

পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ চেষ্টা ব্যাহত হয়। এ ব্যাপারে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ‘কীভাবে পানির ঘাটতি অগ্নিনির্বাপণের প্রচেষ্টাকে ব্যাহত করছে’ তা তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে আশার কথা হলো- নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানল। একই সঙ্গে গত কয়েক দিন ধরে চলা প্রচণ্ড বাতাসও কমতে শুরু করেছে। বাতাস কমায় দাবানলের বড় দুটি জায়গার আগুন শুক্রবার নিয়ন্ত্রণ আসতে শুরু করে। 

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সাফল্যের খবর এসেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার শুরু হওয়া দাবানলে দেড়শ বিলয়ন ডলারের ক্ষতি হয়েছে। দাবানল ৩৭ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসে কমপক্ষে ৬টি এলাকা আগুনে জ্বলছে। সবচেয়ে বড় দ্য প্যালিসেডস ফায়ার শহরের উত্তর-পশ্চিমের প্রায় ৮৬ বর্গকিলোমিটার (৩৩ বর্গমাইল) এলাকা গ্রাস করেছে দাবানল। এখানে দেশটির অনেক ও সেলিব্রিটিদের আবাসস্থল।দ্বিতীয়টি লস অ্যাঞ্জেলেসের পূর্ব উপশহর আলটাডেনার ইটন ফায়ার। এখানে ৫৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়েছে দাবানল। অন্য তিনটি ছোট আকারের দাবানল। কেনেথ ফায়ার (৪ বর্গকিলোমিটার), হার্স্ট ফায়ার (৩ বর্গকিলোমিটার) এবং লিডিয়া ফায়ার (১.৬ বর্গকিলোমিটার)। এগুলো যথাক্রমে ৫০ শতাংশ, ৭০ শতাংশ এবং ৯৮ শতাংশ আংশিকভাবে নিয়ন্ত্রণ করা গেছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন