দিল্লির বিধানসভা নির্বাচন : ভোটগ্রহণের দিন ঘোষণা ইসির
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে মূলত লড়াই হবে বিজেপি এবং আম আদমি পার্টির (আপ) মধ্যে।
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার দিন জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে এবং ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।
মঙ্গলবার রাজধানী নয়া দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার।
সিইসি বলেন, ভোটগ্রহণ হবে একদিন— ৫ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতাপত্র জমা দিতে পারবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকায় মোট ভোটারসংখ্যা ১ কোটি ৫৫ লাখেরও বেশি। এবারের বিধানসভা নির্বাচনে তরুণ ভোটার হিসেবে যুক্ত হচ্ছেন ২ লাখেরও বেশি তরুণ-তরুণী। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সিইসি রাজীব কুমার বলেন, দিল্লির ইতিহাসে এই প্রথম কোনো বিধানসভা নির্বাচনে এত বেশিসংখ্যক তরুণ ভোটার যুক্ত হচ্ছেন।
ভোটগ্রহণ সহজ ও গতিশীল করতে কমিশনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজীব কুমার; আরও বলেছেন, ৮৫ কিংবা তার চেয়ে বেশি বয়স্ক ভোটাররা বাড়িতে বসে ভোট দিতে পারবেন।দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে মূলত লড়াই হবে বিজেপি এবং আম আদমি পার্টির (আপ) মধ্যে। বিজেপি দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভাটি দখল করতে চাইছে, কিন্তু এক্ষেত্রে তাদের সামনে সবচেয়ে বড় বাধা আম আদমি পার্টি। ২০২৩ সাল থেকে দিল্লির রাজ্য সরকারে আসীন রয়েছে আপ।