Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৮ পিএম

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে তুষারে ঢেকে গেছে রাস্তাঘাট।

তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির ওপর দিয়ে বয়ে চলেছে ভয়াবহ এক তুষারঝড়। তুষারে ঢেকে গেছে বাড়িঘর–রাস্তাঘাট।

৬ কোটির বেশি মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই তুষারঝড়ের কারণে প্রতিবেশী দেশ কানাডার অনেক এলাকাও সতর্কতার মধ্যে রয়েছে।

তুষারঝড়টির নাম দেওয়া হয়েছে ‘স্টর্ম ব্লেয়ার’। সেটি এখন পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে। এ অঞ্চলে রাজধানী ওয়াশিংটন ডিসি অবস্থিত। আজ সোমবার সেখানে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আজ ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্য সতকর্তার আওতায় রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলো। আবহাওয়াবিদেরা বলছেন, যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে স্টর্ম ব্লেয়ার।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন