Logo
Logo
×

বিনোদন

বাংলাদেশের সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

বাংলাদেশের সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার নায়িকা হলেও বাংলাদেশেও তিনি সমানভাবে জনপ্রিয়। অতীতে দেশের বিনোদন জগতে অনেক অনেক কাজ করে গেছেন তিনি। কয়েক দিন ধরেই দেশের গণমাধ্যমে আসছে বাংলাদেশের ‘তরী’ নামের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন রয়েছে ‘তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল কারণে রয়েছেন ঢালিউড 

নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। ফেরদৌস আহমেদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। এ কারণেই নাকি সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাকে।

নিজেকে নিয়ে এত এত সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঋতুপর্ণা। তিনি স্বীকার করেছেন যে, সিনেমাটিতে অভিনয়ের মৌখিক সম্মতি তিনি দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত কোনো চুক্তি তিনি করেননি। বিষয়টি নিয়ে ঋতুপর্ণা বলেন, বিষয়টি পুরোপুরি সত্যি নয়। এই সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি। তবে কিছু শর্তে মৌখিকভাবে সিনেমায় অভিনয় করার কথা দিয়েছিলেন।

অভিনেত্রী আরও জানান, বাদ তিনি পড়তে পারেন না। কারণ, তিনি ছবিটিতে কাজ করবেনই, সেই সিদ্ধান্তে কখনও পৌঁছাননি। পাশাপাশি তিনি চিত্রনাট্যে কিছু বদল চেয়েছিলেন। যার ফলে কোনো চুক্তিও হয়নি।

ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি কিছু ফাইনাল করিনি। চিত্রনাট্যে আমি কিছু পরিবর্তন চেয়েছিলাম, আমায় আবারও নতুন করে স্ক্রিপ্ট পাঠানোর কথা ছিল। যেটা ওরা কেউ পাঠাননি। আমি জানিয়ে দিয়েছিলাম, চিত্রনাট্য সঠিক না হলে আমি কোনো মতেই কাজ করার জায়গায় থাকব না। তাই আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি। আমি ছবিটার জন্য রাজি হইনি কখনই। তাই নেওয়া বা বাদ দেওয়া, দুই প্রসঙ্গই উঠতে পারে না।’

গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে ‘তরী’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’। প্রথম লটের কাজও হয়েছে। দ্বিতীয় লটের আগেই থমকে যায় তরী। কারণ সিনেমা থেকে বাদ পড়ছেন এ শিল্পী। তার পরিবর্তে সিনেমায় নেওয়া হয়েছে কলকাতারই আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পরিচালক রাশিদ পলাশ বললেন, ‘চুক্তি হয়নি, এটা সত্য। হয়নি বলেই বর্তমান পরিস্থিতিতে উনাকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ হিসেবে আমাদের শুটিং লোকেশন, যেখানে সেখানে তার যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।’

আহাদুর রহমানের গল্পে তরী সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন