ঈদে শরীফুল রাজের একসঙ্গে তিন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে
পরান সিনেমার সুবাদে রাতারাতি পরিচিতি পেয়ে যান শরীফুল রাজ। গত বছর তার রক্তজবা সিনেমা মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবারের ঈদে শরীফুল রাজের একসঙ্গে তিন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাগুলো হচ্ছে সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’, সিনেমাটিতে রাজের বিপরীতে আছেন শবনম বুবলী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এরপর মনপুরাখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা ‘কাজলরেখা’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে ৯ বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন ৯ হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়।
তৃতীয় সিনেমা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’। এটি পরিচালকের পঞ্চম সিনেমা। এই তিন সিনেমা নিয়ে বেশ রাজ বলেন, এক ঈদেই আমার ৩টা সিনেমা মুক্তি পাচ্ছে এবার। যেটা একদমই ভাল্লাগছে না। ভেবেছিলাম শুধু ঈদে ওমর সিনেমা মুক্তি পাবে। ভালবাসা দিবসের আগেই দেয়ালের দেশ ও কাজলরেখা সিনেমা মুক্তি দেওয়ার কথা ছিল। এই সিনেমা ৩টা আমার অনেক পছন্দের আর পরিশ্রমের। তাই চেয়েছিলাম সিনেমা ৩টি সময় নিয়ে মুক্তি দিতে যেন দর্শক সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করে সিনেমা দেখতে পারে। একই ঈদে মুক্তি দেওয়ায় বিভ্রান্তি হতে পারে। ২ ঈদে মুক্তি দেওয়া যেত সিনেমাগুলো।