Logo
Logo
×

বিনোদন

পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে বাপ্পীর ‘ডেঞ্জার জোন’

Icon

ঢাকা টুডে ২৪ প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ এএম

পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে বাপ্পীর ‘ডেঞ্জার জোন’

ডেঞ্জার জোন সিনেমার দৃশ্যে বাপ্পী চৌধুরী ও জোলি। ছবি : সংগৃহীত

অনেক দিন থেকেই আলোচনায় নেই ঢাকাই সিনেমার নায়ক বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় সাফল্য পেলেও চলচ্চিত্রজগৎ থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছেন তিনি। শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে অভিষেকের পর ৪০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু বেশিরভাগ সিনেমাই আসেনি আলোচনায়, ব্যবসায়িকভাবেও পায়নি সফলতা।

তবে অনেক বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে ফিরছেন বাপ্পী। পাঁচ বছরের বেশি সময় আগে শুটিং করা ‘ডেঞ্জার জোন’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন একসময়ের ব্যস্ত এ নায়ক। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা জোলি। পাঁচ বছর আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর আলোচনায় আসেন বাপ্পী চৌধুরী। এরপর নানা কারণে থেমে ছিল সায়েন্সফিকশন ও ভৌতিক গল্পনির্ভর ছবিটির নির্মাণকাজ। অবশেষে সুখবর দিলেন নির্মাতা বেলাল সানি। সব কাজ শেষে এবার মুক্তির তারিখ ঘোষণা করলেন তিনি।

ছবিটি নিয়ে নির্মাতা বেলাল জানান, ‘ডেঞ্জার জোন মুক্তির জন্য ১০ নভেম্বর সেন্সর সার্টিফিকেশন হাতে পেয়েছি। সবকিছু ঠিক থাকলে ১৩ ডিসেম্বর ছবিটি মুক্তি দেব। দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন।’

নির্মাতা বেলাল সানি আরও জানান, ‘বহু বাধাবিপত্তির কারণে ডেঞ্জার জোন দর্শকের দোরগোড়ায় নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছেন। টাইম মিডিয়া ছবিটির 

স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে ডেঞ্জার জোন দর্শকের সামনে নিয়ে আসছি আমরা।’

বাপ্পী-জলি ডেঞ্জার জোনের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

জেঞ্জার জোন ছাড়াও বাপ্পী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শিশিরের ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’। অনেক আগেই সিনেমাগুলোর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন