Logo
Logo
×

বিনোদন

এবার ‘তাণ্ডব’ চালাবেন শাকিব-রাফি

Icon

ঢাকা টুডে ২৪ প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ এএম

এবার ‘তাণ্ডব’ চালাবেন শাকিব-রাফি

কোলাজ : ঢাকা টুডে ২৪

গত ঈদুল আজহায় ‘তুফান’ দিয়ে দেশবিদেশ মাতিয়েছেন শাকিব-রাফি জুটি। কলকাতার নায়িকা ইধিকা পালকে নিয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তোলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। সিনেমার বড় সাফল্য দেখে সে সময়ই নির্মাতা রায়হান রাফি ঘোষণা দিয়েছিলেন ‘তুফান ২’ বানানোর।

শাকিব খানের ভক্তরা ভেবেছিলেন আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে পারে তুফান ২। কিন্তু আপাতত সেটি হচ্ছে না। কদিন আগে বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান নিজেই। তার পরও কথা রটেছে, শাকিব-রাফি জুটি আবারও এক হয়েছেন। যদিও বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন নায়ক-নির্মাতা।

অবশেষে গুঞ্জনই সত্য হলো। ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফিরবেন শাকিব-রাফী জুটি। গেল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এর নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। দর্শকও মনে করছেন, শাকিব-রাফী একসঙ্গে সিনেমা হলে সত্যিই ‘তাণ্ডব’ চালাবেন।

ছবিটি সম্পর্কে শাহীন সুমন বলেন, ‘শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম “তাণ্ডব”। এটির পরিচালক রায়হান রাফী।’

ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফী জানান, ‘আমার কাজ সিনেমা বানানো। আমি সিনেমা বানাচ্ছি। তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়। আমিও করবো।’

এদিকে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিবের ‘বরবাদ’। আর ঈদুল আজহায় আসতে পারে রাফীর তাণ্ডব। অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন