রোমান্টিক, গ্ল্যামারস ও চরিত্রনির্ভর নাটকে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
টিভি নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিন তিশা। অনেক দিন থেকেই নাটকে অভিনয় করছেন তিনি। তার অভিনীত অনেক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। রোমান্টিক, গ্ল্যামারস ও চরিত্রনির্ভর নাটকে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে যত দিন যাচ্ছে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করছেন তিনি।
শোনা যাচ্ছে, এবার বড়পর্দার জন্য অপেক্ষা করছেন এই অভিনেত্রী। শিগগিরই ভক্তদের সুখবর দিতে চান তিনি। চলচ্চিত্রে অভিনয়ে পরিকল্পনা প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার পরিকল্পনা রয়েছে সিনেমা নিয়ে। দর্শকদেরও আগ্রহ আছে, সেটা দেখেছি। এজন্যই বড়পর্দায় আমার কাজ করা উচিত। তাদের চাওয়াকে মূল্যায়ন দিয়েই সিনেমা নিয়ে এখন আমার সব ভাবনা। সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো গল্প। পাশাপাশি ভালো নির্মাতা ও প্রোডাকশন হাউস। সেটার জন্যই অপেক্ষায় আছি। শুরুটা যেন ভালো দিয়েই হয়। শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব বলে আশা করছি।’
কমার্শিয়াল সিনেমা দিয়েই বড়পর্দায় আসতে চান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয় কমার্শিয়াল সিনেমায় আমাকে খুব ভালো মানাবে। এটা আমার দর্শকরাও বলছেন। একটা হলেও কমার্শিয়াল সিনেমা আমার করা উচিত। এজন্যই কমার্শিয়াল সিনেমা নিয়েই এখন ভাবছি। হয়তো শুরুটা এটা দিয়েই হবে। পরে অন্য কিছু করব। এখনও জানি না কী হতে যাচ্ছে।’
বিনোদন অঙ্গনে তানজিন তিশার শুরুটা নাচের মাধ্যমে। ছোটবেলা থেকেই ছিল নাচের প্রতি ঝোঁক। নাচের ঝঙ্কার তুলে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। ২০১১ সালে শুরু করেন মডেলিং। রূপ, লাবণ্য আর গ্ল্যামার লুকের জন্য সবার মধ্যে দ্রুত পরিচিত হতে থাকেন তিশা। প্রথম অভিনয় করেছেন ২০১৪ সালে। রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি নাটকে প্রথম অভিনয়ে অভিষেক। শুরুতেই বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক বছর পর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে সবার কাছে জনপ্রিয়তা পেতে থাকেন তিশা। ১০ বছরে অসংখ্য দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন তিনি।