ব্রেকিং |
আতিফ আসলামের কনসার্ট
অব্যবস্থাপনা ভোগান্তির বিস্তর অভিযোগ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
আর্মি স্টেডিয়ামে হয়ে গেল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ‘ম্যাজিক্যাল নাইট ২.০’।
গত শুক্রবার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে হয়ে গেল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ‘ম্যাজিক্যাল নাইট ২.০’। এর আগে এপ্রিলেও ঢাকা মাতিয়ে গেছেন তিনি। এদিন কনসার্টে আতিফ আসলামের গানে দর্শক ব্যাপক উচ্ছ্বসিত হয়। উপচে পড়া দর্শক উপস্থিতি ছিল স্টেডিয়ামে। মানুষে ছেয়ে যায় স্টেডিয়াম ও আশপাশ।
কনসার্টটি আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী তাহসান খান, ব্যান্ড কাকতাল ও আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নানও গান পরিবেশন করেন। কনসার্টটি আতিফ আসলাম মাতিয়ে গেলেও দেশের দর্শকের রয়েছে বিস্তর অভিযোগ। কেননা শুক্রবার আর্মি স্টেডিয়ামে কনসার্টের প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে চরম অব্যবস্থাপনা। এমনটাই জানালেন কনসার্ট উপভোগ করতে আসা দর্শকরা।
আতিফ আসলাম মঞ্চে উঠে গান শুরুর পর লোডশেডিং, টিকিট কেটেও ভেন্যুতে প্রবেশ করতে না পারা, হয়রানি, ধারণক্ষমতার অতিরিক্ত দর্শকসহ নানা রকম অব্যবস্থাপনার অভিযোগ আসছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের বিরুদ্ধে। বিকাল ৪টায় কনসার্ট শুরুর কথা থাকলেও শুরু হয়েছে ১ ঘণ্টা পর। এতে দর্শকের লাইন দীর্ঘ হতে হতে পৌঁছে যায় কাকলী বাসস্ট্যান্ড পর্যন্ত। এতে উত্তরা-মহাখালী কার্যত অচল হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে পথ চলতি মানুষদের।
ম্যাজিক্যাল নাইট ২.০ কনসার্টের মূল আকর্ষণ ছিলেন আতিফ আসলাম। রাত পৌনে ৯টায় মঞ্চে ওঠেন তিনি। গান গাইতে গিয়ে শুরুতেই ধাক্কা খান জনপ্রিয় এ শিল্পী। ২০ মিনিটের লোডশেডিংয়ের কবলে পড়েন তিনি। ২০ মিনিট বিরতির পর আবার গাইতে শুরু করেন, প্রায় ৩ ঘণ্টা একটানা গান শোনালেন একসময়ের বলিউড কাঁপানো আতিফ।
কনসার্টে অতিরিক্ত দর্শক নিয়েও রয়েছে অভিযোগ। আয়োজক প্রতিষ্ঠান আগে জানিয়েছিল, বেশ কদিন আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তারা আরও জানায়, আর্মি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতার থেকেও কম টিকিট বিক্রি করেছে তারা। কিন্তু বাস্তবে তাদের কথার সঙ্গে মিল পাওয়া যায়নি। শুক্রবার রাতের কনসার্টে আর্মি স্টেডিয়ামে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শকের উপস্থিতি দেখা গেছে।
অভিযোগ রয়েছে ব্যক্তিগত তথ্যফাঁসেরও। কনসার্ট উপভোগ করতে যারা টিকিট কেটেছিলেন, তাদের ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগ উঠেছে। এ নিয়ে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
পরিবারসহ আতিফ আসলামকে কাছ থেকে দেখতে মিরপুর থেকে আসা এক দর্শক জানান, তিনি ৪০ হাজার টাকায় চারটি টিকিট কিনলেও আশানুরূপভাবে কনসার্টটি উপভোগ করতে পারেননি। মঞ্চের সামনে নিরাপত্তারক্ষী-স্বেচ্ছাসেবক ও দাঁড়িয়ে থাকা দর্শকের কারণে বেশি টাকা খরচ করে সামনের দিকের চেয়ারে বসেও কিছুই দেখতে পারেননি তিনি।
২ শতাধিক দর্শক টিকিট সংগ্রহ করেও কনসার্টে ঢুকতে পারেননি। সন্ধ্যা সাড়ে ৭টায় গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বিষয়টি নিয়ে দর্শক প্রশ্ন করলে তারা জানান, আয়োজক থেকে নির্দেশনা পেয়েই গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াও কনসার্টের এসব অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার, আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন ছিল, কিন্তু দায়িত্বরত ব্যক্তিদের তা জানানো সত্ত্বেও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। এখন আমি জানি না তাদের প্রশংসা করব, না নিরাপত্তা নিয়ে দুঃখবোধ করব।’
আফসারা তাসনিম নামে একজন লিখেছেন, ‘আমি আর জীবনেও টিকিট কেটে কনসার্টে গেলে...।’
কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে আয়োজকদের প্রতি ক্ষোভ ঝাড়েন চিত্রনায়িকা দীঘি। তবে কিছুক্ষণ পরই তিনি তার ফেসবুক পোস্টটি সরিয়ে নেন।