![নাজিফা তুষির এক ডজন আকর্ষণীয় লুক](https://www.dhakatoday24.com/uploads/2024/11/online/photos/Nazifa-Tushi-(1)-673ee0f936fd5.jpg)
আকর্ষণীয় ধারালো ফিগার, লাস্যময়ী রূপ, রহস্যময় হাসি; সব মিলিয়ে যেকোনো পোশাকেই নজর কাড়েন এই সুন্দরী অভিনেত্রী।
বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী নাজিফা তুষি। তাঁর লাস্যময়ী রূপের প্রশংসা না করে পারা যায় না। গতানুগতিকতার বাইরে ফেলা যায় তুষির সৌন্দর্যকে। হাসিতে তাঁর এক রহস্যময় আকর্ষণ লুকিয়ে থাকে। চোখের চাহনিতে তো এক ‘হাওয়া’ সিনেমা দিয়েই মাত করেছেন তিনি। আর সেই সঙ্গে যোগ হয়েছে আকর্ষণীয় ধারালো ফিগার। সব মিলিয়ে যেকোনো পোশাকেই নজর কাড়েন এই সুন্দরী অভিনেত্রী। ঢাকা টুডে টুয়েন্টি ফোর পাঠকদের জন্য রইল অভিনেত্রীর এক ডজন লুকের ছবি।