Logo
Logo
×

বিনোদন

সৌদি আরবে গাইবেন জেমস

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

সৌদি আরবে গাইবেন জেমস

জেমস

সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন নগরবাউল জেমস। ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে ‘বাংলাদেশ কালচার’ শীর্ষক অনুষ্ঠানে গাইবেন দেশের নম্বর ওয়ান রকস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘রিয়াদ সিজন’। এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে।

আয়োজনের সপ্তম সপ্তাহ (২০ থেকে ২৩ নভেম্বর) ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ চার দিন সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

জেমসের অংশগ্রহণ বিষয়ে নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানান, ‘২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে নগরবাউল। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আয়োজিত কনসার্টে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি ভালো একটা শো হবে। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন