নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় এবং শরীফুল রাজ অভিনীত ‘ওমর’ সিনেমাটি এবার দেখা যাবে ওটিটির পর্দায়। গত রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটি ২১ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু অনেক দিন থেকে নতুন কনটেন্টের ভিড়ে শিডিউল পাওয়া যাচ্ছিল না। এখন শিডিউল পেয়েই মুক্তির তারিখ ঠিক করা হলো। ঈদের সময় একসঙ্গে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ায় অনেকেই হয়তো প্রেক্ষাগৃহে ওমর দেখে উঠতে পারেননি। তাদের কথা চিন্তা করেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
রহস্যময় এক থ্রিলার গল্পের সিনেমা ওমর। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন নায়ক শরিফুল রাজ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ অনেকে। ওমরের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ; প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।