Logo
Logo
×

বিনোদন

আসছে মির্জাপুর ও পঞ্চায়েতের নতুন সিজন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০১:৩৩ এএম

আসছে মির্জাপুর ও পঞ্চায়েতের নতুন সিজন

বহু প্রতীক্ষিত মির্জাপুর সিরিজের ৩ নম্বর সিজন চলতি বছরেই মুক্তি পেতে চলেছে

খুব শীঘ্রই মির্জাপুর ও পঞ্চায়েত সিরিজের তৃতীয় সিজন আসছে বলে ঘোষণা দিয়েছে প্রাইম ভিডিও। শুধু তাই নয় আরও একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা দিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে- মির্জাপুর ৩, পঞ্চায়েত ৩, পাতাল লোক ২, ফ্যামিলি ম্যান ২, সিটাডেল: হানি বানি, গুলকান্দা টেলস, মা কা সাম, ডেয়ারিং পার্টনারস এবং দ্য ট্রাইব-এর মতো শো রয়েছে প্রাইম ভিডিওর নতুন মুক্তির তালিকায়। এবছর বেশকিছু সিরিজে মগ্ন হয়ে থাকবেন দর্শকেরা। এমনই কিছু জনপ্রিয় সিরিজের তালিকা দেয়া হলো আজ- 

মির্জাপুর ৩

গুরমিত সিং এবং আনন্দ আইয়ার পরিচালিত, বহু প্রতীক্ষিত সিরিজের ৩ নম্বর সিজন চলতি বছরেই মুক্তি পেতে চলেছে। নতুন সিজনে কাহিনী কোনদিকে এগোবে? জানা গিয়েছে, এবার গুড্ডু এবং গোলু এক নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে। সেটা কি তারা মোকাবিলা করতে পারবে? নাকি এখানেই গল্পে বড় টুইস্ট আসবে? সেই নিয়েই মির্জাপুর থ্রি-র কাহিনী। মির্জাপুর সিজন ৩-এর কিছু নতুন ফুটেজও রিলিজ হয়েছে। ভিডিও ক্লিপে মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠির আইকনিক চরিত্র কালেন ভাইয়া নজর কেড়েছেন। তাঁকে জিজ্ঞেস করতে দেখা যাচ্ছে, 'ভুল তো না গেয়ে হামেইন?'  অনুমান করা হয়েছিল যে 'মির্জাপুর ৩'-এর টিজার ১৯ মার্চ মুক্তি পাবে। তবে টিজারের নামে শুধু পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা।

অ্যামাজন প্রাইম ভিডিয়ো X-এ 'মির্জাপুর ৩'-এর একটি পোস্টার শেয়ার করেছে। যেখানে একটি চেয়ার দেখা যাচ্ছে এবং তাতে আগুন জ্বলছে। প্রাইম ভিডিও পোস্টারটি ক্যাপশন-সহ শেয়ার করেছে। 'সিংহাসনে তাদের দাবি গুড্ডু এবং গোলু একজন নতুন প্রতিযোগীর বিরুদ্ধে দাঁড়ানো হয়েছে। তারা কি এই আগুনের কবলে পুড়ে যাবে নাকি বহিরাগত শক্তি ক্ষমতার আসন চিরতরে ধ্বংস করবে।

পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সিরিজের তারকা কাস্টও প্রকাশ করা হয়েছে। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, রসিকা দুগ্গাল, বিজয় ভর্মা, হর্ষিতা গৌর, অঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাইনুলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, মনু ঋষি চাড্ডা সিজন ৩- এ দেখা যাবে। মুন্না ভাইয়া ওরফে দিব্যেন্দু শর্মার নাম স্টার কাস্টে নেই, যা বুঝিয়ে দেয় যে তাঁকে সিজন ৩-এ দেখা যাবে না। অন্যদিকে, ভক্তেরা পোস্টারটিতে মন্তব্য করেছেন এবং বলেছেন যে তারা দিব্যেন্দু শর্মা ছাড়া মির্জাপুর ৩ দেখবেন না।

পঞ্চায়েত ৩

জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব অভিনীত টিভিএফ সিরিজের নতুন সিজনও ২০২৪ সালে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রাইম ভিডিওতে পঞ্চায়েত থ্রি-র ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। এবারের সিরিজে পঞ্চায়েত নির্বাচনকে ফোকাসে রাখা হবে। প্রধান (নীনা গুপ্তা) এবং ভূষণ (রঘুবীর যাদব) উভয়েই শিবিরই তাদের ভাবমূর্তি ভাল করার ভয়ানক যুদ্ধে নেমেছে। গ্রামের পঞ্চায়েত নির্বাচন ঠিক কীভাবে হয়, তাই তুলে ধরা হবে পঞ্চায়েত থ্রি-র এই সিজনে। 

পাতাল লোক ২

পাতাল লোক-এ ফিরছেন ‘হাতিরাম’ জয়দীপ আহলাওয়াত। দ্বিতীয় সিজনে কাস্টে নতুন সংযোজন তিলোত্তমা সোম। দুটি আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মামলার জেরে ফের একসঙ্গে হাতিরাম এবং আনসারি। কিন্তু ষড়যন্ত্র পিছু ছাড়ছে না। সিরিজে দেখা মিলবে ইশওয়াক সিং-এরও। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন