সামান্থা রুথ প্রভু
দক্ষিণের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে ভালোবেসে বিয়ে করেন নিজেরই সহকর্মী নায়ক নাগা চৈতন্যকে। তবে তাদের সংসার বেশিদিন সুখের হয়নি। সম্প্রতি নাগার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তার পরই নিজের ক্যারিয়ারের দিকে মন দেন সামান্থা। পরে নিজের অটো ইমিউন রোগের
কথাও জানান। সে রোগের সঙ্গে এখনও অভিনেত্রীর লড়াই চলছে।
অন্যদিকে ভালোই কাটছে নাগা চৈতন্যের জীবন। নতুন করে প্রেমে পড়েছেন আরেক নায়িকা শোভিতা ধূলিপালার সঙ্গে। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেনে তারা। শোনা যাচ্ছে, আসছে ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধবেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। আক্কিনেনি ও ধূলিপালা পরিবারে এখন তা নিয়েই ব্যস্ততা।
এদিকে সামান্থা শান্তির খোঁজে পাড়ি দিয়েছেন রাজস্থানে। কিছুদিন অভিনয় থেকে দূরে
আছেন। রণথম্বোরের জঙ্গলে একাকী ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাতেই আবার নেটিজেনের মন্তব্য, ‘প্রকৃতি সমস্ত ব্যথা নিরাময় করে।’