বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি জটিলতায় পড়েন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদককাণ্ডে নাম উঠে আসার পর এক মাস কারাভোগ করেন তিনি। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও বিপাকে পড়েন। ফলে স্বাভাবিকজীবনে ফিরে আসা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তার।
অবশেষে এবার স্বস্তির খবর পেলেন অভিনেত্রী রিয়া। দীর্ঘ সময় পর হলেও এবার আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলেন। এতদিন সুশান্তের মৃত্যু মামলায় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সিবিআই লুক-আউট সার্কুলার জারি করা ছিল। সেই রায় বাতিল করে হাইকোর্ট। পরবর্তীতে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহরাষ্ট্র সরকার। শুক্রবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহরাষ্ট্র সরকারকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট। শুধুই হাই-প্রোফাইল ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে অভিনেত্রী রিয়া ও তার পরিবারের পক্ষে দেয়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হলো―এমন প্রশ্ন রাখে ভারতের শীর্ষ আদালত।