Logo
Logo
×

বিনোদন

অফার পেয়েছি, চ্যালেঞ্জিং মনে হলেই কাজ করব: জেফার

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পিএম

অফার পেয়েছি, চ্যালেঞ্জিং মনে হলেই কাজ করব: জেফার

চরকি অরিজিনাল ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন জেফার রহমান

চাঁদরাতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। চরকি অরিজিনাল ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন জেফার রহমান ও চঞ্চল চৌধুরী। মনোগামী নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও। অভিষেক কাজে এমন সাড়া মেলায় খুশি গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার। 

বেসরকারি চ্যানেল দেশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যৎ-পরিকল্পনার কথা। জেফার বলেন, মনোগামীর অনেক আগে থেকেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সেটা বাস্তবে ঘটায় মোস্তফা সরয়ার ফারুকী ভাই। আমি একজন সংগীতশিল্পী। আমাকে মানুষের সংগীতশিল্পী হিসেবেই চিনতে হবে। সেই জায়গায় আমি সফল। আমাকে সংগীতশিল্পী হিসেবেই প্রথমে মানুষ চেনে। এখন অভিনয়, এটা একটি নতুন ফিল্ড।  মিউজিকের মতোই এখানেও আমি কাজ করতে চাই। নতুন অফার পেয়েছি। কিন্তু নিয়মিত কাজ করব না। আমি অনেক বেছে বেছে কাজ করব। কোনো চরিত্র যখন চ্যালেঞ্জিং মনে হবে, ঠিক তখনই আমি সেই কাজটা করব।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন