অভিনেত্রী রাইমা সেন
তারকাদের নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং নতুন ঘটনা নয়। সময়ের সঙ্গে কেউ কেউ বিষয়টার সঙ্গে নিজেকে মানিয়েও নেন। তবে এ বার শোচনীয় ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী রাইমা সেন। বাড়ির ল্যান্ডলাইন ফোনে লাগাতার অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। কিন্তু কেন?
‘মা কালী’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রাইমা। ছবির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগস্টের সাম্প্রদায়িক হিংসা। ইতিহাসে যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সম্প্রতি ছবির একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, তার পর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি লাগাতার ফোন করে অভিনেত্রীকে হুমকি দিচ্ছেন। লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে। তার আগে ‘মা কালী’ ছবিটিকে ‘প্রোপাগান্ডা ছবি’ হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কি এই হুমকি? উঠছে প্রশ্ন।
রাইমার মতে, ছবি না দেখে আগে থেকে কোনও কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। তাঁর কথায়, ‘শিল্পীর কাজ যে কোনও চরিত্রে সাবলীল অভিনয় করা। ভাল চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে।’ গত বছর মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ও রাইমা অভিনীত ছবি ‘ভ্যাকসিন ওয়ার’। রাইমা সেই প্রসঙ্গ তুলে বললেন, ‘তখনও সমাজমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তার পর ছবিটা দেখে সবাই চুপ করে যান। কিন্তু এ বার বাড়িতে ফোন করে হুমকি! সত্যি বলছি, আমার ক্যারিয়ারে এই প্রথম।’
বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এই ছবিতে রাইমা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক সিংহ।