Logo
Logo
×

বিনোদন

বলিউড

আসছে ‘নো এন্ট্রি’র সিকুয়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১২:২৬ এএম

আসছে ‘নো এন্ট্রি’র সিকুয়েল

‘নো এন্ট্রি’র সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলেছে। সুপারহিট এই কমেডি ছবির সিকুয়েলে কাদের দেখা যাবে, সেটা এবার জানা গেল। 

২০০৫ সালে মুক্তি পেয়েছিল আনিস বাজমী পরিচালিত ‘নো এন্ট্রি’। কমেডি ছবিতে একঝাঁক বিটাউন অভিনেতাকে দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন অনিল কাপুর, সালমান খান, ফরদিন খান, লারা দত্ত, এষা দেওল, সেলিনা জেটলি, বিপাশা বাসুসহ আরও অনেক।

অবশেষে আসতে চলেছে ‘নো এন্ট্রি টু’। তবে এর অভিনয়শিল্পীর তালিকায় পুরোটাই রদবদল হয়েছে বলে শোনা যাচ্ছে। ছবিতে মূল তিন নায়কের চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও দিলজিৎ দোসাঞ্জকে। 

এই সিকুয়েল ছবির তিন নায়িকার নামও এবার খোলাসা হয়েছে। ‘নো এন্ট্রি টু’র তিন মূল নায়িকা হিসেবে আসতে চলেছেন কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর ও মানুষী ছিল্লার। তাই সব মিলিয়ে এবারের ‘নো এন্ট্রি টু’ জমজমাট হতে চলেছে। প্রথমটির মতো সিকুয়েলটির পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন আনিস বাজমী। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন