সংগীতশিল্পী টেলর সুইফট
গত বছর থেকেই নতুন করে আলোচনায় সংগীতশিল্পী টেলর সুইফট।
এর অন্যতম কারণ তাঁর দ্য ইরাস ট্যুর। গায়িকার বহুল আলোচিত এই কনসার্ট ট্যুর নিয়ে নির্মিত সিনেমা গত অক্টোবরে মুক্তি পায়। বিশ্বজুড়ে সিনেমাটি ২৬১ মিলিয়ন ডলার আয় করে। গ্র্যামিজয়ী এই তারকার বিশ্বজুড়ে ৫০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। বিলবোর্ডে রেকর্ড গড়া এই গায়িকার জন্য নতুন রেকর্ড যেন হাতছানি দিচ্ছিল। এই গায়িকা এবার ইতিহাস গড়লেন।
প্রথমবারের মতো নাম লেখালেন শতকোটিপতি বা বিলিয়নিয়ারদের তালিকায়। বিলিয়ন ডলার আয় করা তারকাদের তালিকায়। গত মঙ্গলবার ফোর্বস ম্যাগাজিন ১৪ জন বিলিয়নিয়ার তারকার খবর প্রকাশ করেছে। এর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন এই পপ গায়িকা।