ব্রেকিং |
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নায়িকা পূজা চেরি
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও উঠতি নায়িকা পূজা চেরিকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। ব্যক্তিজীবনে প্রেমের পর অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শাকিব খান।
যদিও বর্তমানে তারা এখন অতীত। বিচ্ছেদের পর এখন আলাদা পথে হাঁটছেন তিনজনই। বুবলীর সঙ্গে বিচ্ছেদের পরই গুঞ্জন উঠেছিল নায়িকা পূজা চেরির সঙ্গে প্রেম করছেন শাকিব। সিনেমায় অভিনয় করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। যদিও সেসময় পূজা জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে।
সম্প্রতি বিষয়টি নিয়ে আবারও কথা বলেন পূজা। তিনি বলে, ‘এসব প্রশ্ন শুনলে আমার খুব হাসি পায়। কারণ, সে ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন নায়ক। শাকিব খানের সঙ্গে প্রেম থাকুক বা না থাকুক, এটা পরের বিষয়। এটা নিয়ে যে সবাই বলে তাদের নিজেদেরও লজ্জাবোধ হওয়া উচিত। এত সিনিয়র একজন পারসনের সঙ্গে কেন এই ব্যাপারটা রটাবে।’
নায়িকা আরও বলেন, ‘প্রত্যেকে আমরা যারা কাজ করি- সিনিয়র হোক জুনিয়র হোক, খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শাকিব খান, সিয়াম আহমেদসহ অনেক নায়কের সঙ্গেই আমি কাজ করেছি। প্রত্যেকেই কাজের জায়গা থেকে খুব ভালো বন্ধু। কিন্তু এই ব্যাপারটা কখনই মাথায় আসেনি যে প্রেম করব। আর শাকিব ভাইয়ার সঙ্গে তো এটা আসবেই না। তাকে তার জায়গা থেকে অনেক সম্মানের চোখে দেখি।’
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। সিরিজটিতে বেশ কিছু বোল্ড দৃশ্যে অভিনয় করে নতুন আলোচনায় আসেন পূজা চেরি।