হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। ছবি: কোলাজ
সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর।
বিয়ের পরপরই তাহসান নতুন গানের সুখবর দেন এবং বিয়ের দুই দিন পরই তাঁরা হানিমুনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে তাঁদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে তাঁরা দেশের একটি এয়ারলাইনসের বিমানে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। আগামী তিন-চার দিন দ্বীপরাজ্য মালদ্বীপেই মধুচন্দ্রিমা উপভোগ করবেন।
বিয়ের পরপরই তাহসান তাঁর নতুন গান ‘একা ঘর আমার’ প্রকাশ করেছেন। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই, এবং এতে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। গত সোমবার রাজধানীর একটি রেস্তোরায় এই গানের প্রকাশনা অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবি পরিহিত তাহসান উপস্থিত ছিলেন। তাঁর ডান হাতের তালুতে মেহেদির ‘আর’ অক্ষর দেখা যায়, যা তাঁর স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।