জয়ার ঝুলিয়ে এবার নিয়ে ৪বার যোগ হলো ‘ভারতের অস্কার’ পুরস্কার।
বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার হিসেবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। অনেকের মতে, ‘ভারতের অস্কার’ এটি। কয়েক বছর ধরে বাংলা সিনেমার জন্য পৃথকভাবে এই পুরস্কারের আয়োজন করা হয়। জয়ার ঝুলিয়ে এবার নিয়ে ৪বার যোগ হলো ‘ভারতের অস্কার’ পুরস্কার।
এ বিষয়ে নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় জয়া আহসান পোস্ট করে জানান, ৪র্থ বারের মত ফিল্মফেয়ার পুরস্কার বাংলায় আমাকে সম্মানিত করা হলো। ফিল্মফেয়ার কর্তৃপক্ষ এবং জুরিবোর্ড কে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার এই পুরস্কারের কৃতিত্ব কৌশিক দা, প্রযোজক সুরিন্দর ফিল্মস, চূর্ণি দি, সিনেমার সকল শিল্পী কলাকুশলী, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আমার সকল শুভানুধ্যায়ী, নির্মাতা, শিল্পী কলাকুশলী ও সাংবাদিক ভাই বোনদের। সবার ভালোবাসাতেই আমি একজন।
একনজরে ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ীর তালিকা
- জীবনকৃতি সম্মান: প্রভাত রায়
- সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
- সেরা অভিনেতা (সমালোচক): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
- সেরা অভিনেত্রী: চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
- সেরা অভিনেত্রী (সমালোচক): স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
- সেরা সহ–অভিনেত্রী: জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
- সেরা সহ–অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
- সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা)
- সেরা ছবি: অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
- সেরা ছবি (সমালোচক): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
- সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (ঘাসজমি)
- সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
- সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
- সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
- সেরা অরিজিনাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
- সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষ পাতা)
- সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
- সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
- সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা)
- সেরা পোশাকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)
- সেরা সম্পাদক: সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)
সংগীত বিভাগের পুরস্কার:
- সেরা গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)
- সেরা গায়ক: অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)
- সেরা গীতিকার: অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী)
- সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার)
- সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)