হ্যাপি নিউ ইয়ার ২০২৫
নতুন বছর যে বার্তা রাখলেন ফারিণ, বাঁধন, মিম ও নিশোরা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
কোলাজ :: ঢাকা টুডে ২৪
নতুন বছর ঘিরে সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাদেরও থাকে নানা রকম পরিকল্পনা। ২০২৫ সালে সংস্কৃতিকে তারা কোন অবস্থানে দেখতে চান। তাদের প্রত্যাশার কথা নিয়েই এ আয়োজন–
আজমেরী হক বাঁধন: পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়াই মানুষের সহজাত প্রবণতা। তাই তো আমি বিগত বছরের ভুলত্রুটি শুধরে নিয়ে নতুনভাবে পথ চলতে চাই। নতুন বছরে সবার মঙ্গল কামনা করছি। বিগত বছরের অশুভকে পেছনে ফেলে সবাই যেন জীবনকে নতুনভাবে রাঙাতে পারি, এটাই প্রত্যাশা।
আফরান নিশো: বিনোদন অঙ্গনের উত্তরণ ঘটুক। নতুন বছরে সবাই যেন আরও সুন্দর জীবনে ফিরতে পারি– এটাই চাই। আশা করছি, নতুন বছরে নতুন উদ্যমে আমরা সব শুরু করতে পারব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
বিদ্য সিনহা মিম : নতুন বছরে কাজের প্রতি আরও মনোযোগী হতে চাই। আমাদের চলচ্চিত্র বিশ্বের বুকে জায়গা করে নিক। ২০২৫ সাল হবে চলচ্চিত্রের একটি বছর। আমার কাছে ভক্তদের প্রত্যাশা অনেক। আশা করছি, নতুন বছরে সে প্রত্যাশা পূরণ করতে পারব। হাসি-গান আর আনন্দে সবার নতুন বছর কাটুক– এই প্রত্যাশা করি।
নিলয় আলমগীর: অনেক স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে আরও একটি নতুন বছর আমাদের জীবনে এলো। আনন্দ-উল্লাসের পাশাপাশি আমরা অঙ্গীকার করি, নতুন বছরে যেন নতুনভাবে জীবনযাপন করতে পারি। নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। নতুন বছরে আমার চাওয়া খুব বেশি নয়! তার কতটা পূর্ণতা পাবে জানি না, তবে চেষ্টা থাকবে মনপ্রাণ দিয়ে পূর্ণ করার। নতুন বছরে সুস্থ ও সুন্দরভাবে যেন সবাই শুরু করতে পারে- এই প্রার্থনা করি। এ বছরে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ আরও বাড়ুক, মানুষের জন্য মানুষ নিবেদিত হোক।
প্রার্থনা ফারদিন দীঘি : সিনেমা আর ওয়েব সিরিজ নিয়ে আমি বেশি কাজ করি। বর্তমানে আমরা নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। বিনোদন অঙ্গনের সব সমস্যা আশা করছি, নতুন বছরে কেটে যাবে। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে যোগ্য মানুষগুলো সততার সঙ্গে কাজ করে আমাদের নাটক-সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন দেখি আমাদের ওয়েব সিরিজ বিশ্ব প্ল্যাটফর্মে জায়গা করে নেবে। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। আমাদের দেশের প্রত্যেক মানুষের জন্য রইল শুভকামনা।
কোনাল : ভালো-মন্দ মিলিয়ে বিদায়ী বছরটি কেটেছে। আমার কাছে শ্রোতাদের প্রত্যাশা বেড়েছে অনেক। নতুন বছরে শ্রোতাদের সে প্রত্যাশা পূরণ করার ইচ্ছা রয়েছে। অনেক সুন্দর পরিবেশ চাই। বাংলাদেশের শিল্পীরা যাতে বিশ্বদরবারে আরও ভালো গান করতে পারে, সে প্রত্যাশাও থাকবে। আশা করছি, নতুন বছরটি আমাদের সংগীতের জন্য ভালো যাবে।
তাসনিয়া ফারিণ : সবাই হাসি-আনন্দের মধ্য দিয়ে যেন বছরটি পার করতে পারে– এটাই আমার প্রত্যাশা। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানবিক দিক থেকে– এটাই চাওয়া। অভিনয় দিয়ে নিজেকে ভাঙার যে চেষ্টা, তা নতুন বছরেও অব্যাহত রাখতে চাই। সবার জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা।
আসিফ আকবর : নতুন বছরে আসুন প্রতিজ্ঞা করি, যাবতীয় অপসংস্কৃতির চর্চা, বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ ভুলে আমরা দেশীয় সংস্কৃতি লালন করি। নিজেরা মানবিক হই। মানবকল্যাণে প্রত্যেকেই এগিয়ে আসি।