বলিউড
ফিরে দেখা ২০২৪: বলিউডে রাজত্ব করল কার সিনেমা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম
চলতি বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার মধ্যে চারটি কেবল হিন্দি। তবে ২০২৪ সালে বলিউড যা করতে পেরেছে, সেটা হলো হরর-কমেডি।
এই থিমে বানানো তিন সিনেমা—‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘মুনজ্যা’ ভালো ব্যবসা করেছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় অমর কৌশিকের ‘স্ত্রী ২’–এর কথা। মাত্র ৬০ থেকে ৭০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রায় ৯০০ কোটি ব্যবসা করেছে!
এ ছাড়া কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, আনন্দ একার্শির আত্তাম’, ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’, শুচি তালাতির ‘গার্লস উইল বি গার্লস’, তামিজারাসন পাচামুথুর ‘লাব্বার পান্ধু’, চিদাম্বরমের ‘মঞ্জুম্মেল বয়েজ’, ভেঙ্কি অতুলের ‘লাকি ভাস্কার’, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ প্রশংসিত হয়েছে।
নায়িকাদের মধ্যে বক্স অফিসে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন (‘কল্কি ২৮৯৮এডি’ ও ‘সিংহাম এগেইন’), কৃতি শ্যানন (‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ ও ‘ক্রু’), শ্রদ্ধা কাপুর (‘স্ত্রী ২’) ও রাশমিকা মান্দানা (‘পুষ্পা ২’)।
নায়কদের মধ্যে আল্লু অর্জুন (‘পুষ্পা ২’), কার্তিক আরিয়ান (‘ভুলভুলাইয়া ৩’) ও রাজকুমার রাও (‘স্ত্রী ২’) আলোচনায় ছিলেন। দীপিকা-রণবীর দম্পতির প্রথমবার মা-বাবা হওয়াও ছিল বছরের অন্যতম বড় ঘটনা। নতুনদের মধ্যে শর্বরী বাগ (‘মুনজ্যা’, ‘মহারাজ’, ‘বেধা’) সবচেয়ে আলোচিত হয়েছেন।
সর্বোচ্চ আয়ের ১০ বলিউড সিনেমা
- ‘স্ত্রী ২’
- ‘ভুল ভুলাইয়া ৩’
- ‘সিংহাম এগেইন’
- ‘ফাইটার’
- ‘শয়তান’
- ‘ক্রু’
- ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’
- ‘মুনজ্যা’
- ‘ব্যাড নিউজ’
- ‘আর্টিকেল ৩৭০’
তবে সিনেমা, আইটেম গান আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে আইএমডিবির জরিপে বছরের সেরা ভারতীয় তারকা হয়েছেন তৃপ্তি দিমরি।
সর্বোচ্চ আয়ের ১০ ভারতীয় সিনেমা
- ‘পুষ্পা ২’
- ‘কল্কি ২৮৯৮এডি’
- ‘স্ত্রী ২’
- ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’
- ‘দেবারা পার্ট ১’
- ‘ভুলভুলাইয়া ৩’
- ‘সিংহাম এগেইন’
- ‘ফাইটার’
- ‘আমরণ’
- ‘হনু-ম্যান’